ন্যানো টেক 365 সকল নীতিমালা ও গোপনীয়তা
01. ন্যানো টেক 365 কি ?
ন্যানো টেক 365 প্রযুক্তি বিষয়ক সেরা ব্লগিং ওয়েবসাইট যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সকল ধরনের আর্টিকেল ও ব্লগ প্রকাশ করা হয়। যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সকল সমস্যার সমাধান করতে পারি। ন্যানো টেক 365 থেকে বিভিন্ন ধরনের আইটি সেবা, ফ্রিল্যান্সিং জবস, ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়।
02. সাধারন টার্মসঃ
১. ন্যানো টেক 365 ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে আমাদের নীতিমালাগুলো অবশ্যই পড়ুন।
২. যখন আপনি ওয়েবসাইটি ব্যবহার করেন এই নীতিমালা গুলো আপনার সেবা গ্রহনের সময় আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশ সম্পর্কে আমাদের নীতিমালা এবং পদ্ধতিসমূহ বর্ণনা করে ।
৩. ওয়েবসাইট এর তথ্য সরবরাহ এবং উন্নত করতে আমার আপনার বাক্তিগত তথ্য ব্যবহার করি। এবং আপনি এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আমাদের গোপনীয়তা নীতি অনুসারে তথ্য সংগ্রহ এবং ব্যবহার বিষয়ে সম্মত।
৪. ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ এর ক্ষেত্রে আমরা বিভিন্ন লিংক বা সোশ্যাল মিডিয়া পেজ শেয়ার করি সেগুলাতে আপনার বাক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সম্পুন নিজ দায়িত্বে করবেন।
৫. ন্যানো টেক 365 ওয়েবসাইট থেকে যেকোন ধরণের সার্ভিস বা কোর্সে জন্য অবশ্যই আপনাকে লহ ইন অপশনে গিয়ে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট এর মাধ্যমে সেবা নিতে হবে।
৬. ন্যানো টেক 365 ওয়েবসাইটে প্রকাশিত যেকোন ধরনের ওয়েবসাইট, অ্যাপ বা টিপ্স ও ট্রিকস সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন।
03. কপিরাইট নিতিঃ
১. ন্যানো টেক 365 ওয়েবসাইটে প্রকাশিত সকল ধরণের ব্লগ বা আর্টিকেল এর একমাত্র মালিক ন্যানো টেক 365। এবং যেকোন কারনে এই ওয়েবসাইটের যেকোন পোস্ট বা পেইজের কন্টেন্ট শেয়ার করা সম্পুন নিষিদ্ধ। যদি কোন কারনে শেয়ার করতে হয় তবে অবশ্যই এডমিনের সাথে যোগাযোগ করতে হবে।
২. এবং যেকোনো কিছু শেয়ার করতে হলে অবশ্যই ন্যানো টেক এর ক্রেডিট ও Do Follow লিংক যুক্ত ক্রেডিট উল্লেখ করতে হবে।
৩. ন্যানো টেক 365 ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ ব্লগ বা আর্টিকেল যেকোনো বাংলা বা ইংরেজি কোন মাধ্যম থেকে ভাবানুবাদ করে লিখা হয়। যদি কখন ভুলবশত কোন পোস্ট আপনার কোন পোস্টের সাথে তার অনুবাদ মিলে যায় তাহলে অবশ্যই এডমিনের সাথে যোগাযোগ করুন।
04. গোপনীয়তা নীতিঃ
১. আমাদের ওয়েবসাইটি ব্যবহার করার সময়,আমরা আপনাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিছু বাক্তিগত তথ্য সংগ্রহ করি, যার সুরক্ষা আমরা দেই, কিন্ত ১০০% সুরক্ষা নিশ্চিতা দেওয়া সম্ভব নয়।
২. এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে থাকি এবং আপনার পছন্দের বিষয় গুলো যেনে আপনার প্রয়োজনীয় জিনিসের বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা আপনার প্রবেশকৃত ইনফরমেশন বিভিন্ন বিজ্ঞাপন দাতা কোম্পানিতে সরবারাহ করে থাকি।
05. কমেন্ট পলিসি ও অ্যাগ্রিমেন্টঃ
১. ন্যানো টেক 365 ওয়েবসাইটে প্রকাশিত যেকোন ব্লগ বা আর্টিকেলে কমেন্ট করার ক্ষেত্রে শুদু মাত্র যে কন্টেন্ট বা ব্লগে করতে চাছেন শুদু সেই ব্লগের প্রাসঙ্গিক কমেন্ট করতে পারবেন।
২. যেকোন ধরনের অশালীন কমেন্ট থেকে বিরত থাকুন অন্যথা ওয়েবসাইট থেকে ব্যান করা হবে।
৩. যেকোন ধরনের সাহায্য, সার্ভিস বা কোর্সের জন্য এডমিনের সাথে যোগাযোগ করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন